Sayed Sarker


বিশ্বজুড়ে এখন এক আতঙ্কের নাম করোনাভাইরাস

বিশ্বজুড়ে এখন এক আতঙ্কের নাম করোনাভাইরাস আপনারা কেউ বাসা থেকে বের হবেন না। সারাবিশ্বে তাণ্ডব চালাচ্ছে এই ভাইরাস। এখন পর্যন্ত এই প্রাণঘাতী ভাইরাসে ১ লাখ ৯৮ হাজার ৪শ জন আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ৭ হাজার ৯৮২ জন। বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও করোনার প্রকোপ ছড়িয়ে পড়েছে। আমরা জানি আজ সবাই কঠিন সময় পার করছি। আশা করি এই বিপদ আমরা কাটিয়ে উঠব। তবে সেজন্য আমাদের সৃষ্টিকর্তার সাহায্য দরকার। সবার কাছে অনুরোধ আপনারা নিজ বাসায় অবস্থান করুন কারন এটি ছোয়াচে রোগ বলে জেনে আসছি আমরা। শুধু মাত্র ওষুধ এবং প্রয়োজনীয় খাবার, পানীয়র দোকানগুলো খোলা রাখবেন। তাছাড়া আপনাদের যখন যা লাগে তা একসাথে কিনে রাখুন। তবুও বের হবেন না বার বার। বাসায় থাকুন এবং সচেতনার সঙ্গে থাকুন। আশাকরি শিগগিরই আমরা এই সঙ্কট কাটিয়ে উঠব আল্লাহর রহমতে । এজন্য দয়া করে আপনারা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করুন। যে ভাইরাস দিতে পারেন সে ভাইরাস থেকে রক্ষা ও করতে পারেন।বাংলাদেশে করোনা ভাইরাস এর জন্য সকল স্কুল কলেজ ভার্সিটির বন্ধ করে দেয়া হয়েছে সকল সভা সমাবেশ বন্ধ করে দেয়া হয়েছে। কিন্তু নামাজের জন্য মসজিদ বন্ধ করা যাবেনা, আল্লাহর অশেষ রহমত ছাড়া করোনা বন্ধ হবে না, তাই সবাইকে বলব বেশি বেশি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করোন। কোনো মানুষ, কোনো ডাক্তার বাঁচাতে পারে না। কারণ সবকিছু আল্লাহতালা দিয়েছে, তিনিই রক্ষা করবে। এজন্য সবাই বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করবেন যেন এরকম দু’র্যোগ থেকে আমরা রক্ষা পাই। কারণ আমারা লাইফে এরকম কখনো দেখিনি যে, পৃথিবী বন্ধ হয়ে গেছে, পৃথিবীর যোগাযোগ বন্ধ হয়ে গেছে। পৃথিবীর সব মানুষ আ’তঙ্কের ভেতরে আছে, এটা একটা অস্বস্তিকর। আমি প্রত্যেকটা মানুষকে এই পরামর্শ দিতে চাই বেশি বেশি করে আল্লাহ কাছে দোয়া করুন। নিজের জন্য দোয়া করুন, পরিবারের জন্য দোয়া করুন এবং বাংলাদেশের মানুষের জন্য দোয়া করুন। আর বিশ্বের মানুষের জন্য দোয়া করুন।’ আজ পবিত্র জুমার দিনের উছিলায় আল্লাহপাক আমাদের কে মহামারি করোনা ভাইরাস থেকে রক্ষা করুন,আমিন।করোনা ভাইরাসের ভয়ে মসজিদ কখনো বন্ধ করবো না "ইনশাআল্লাহ" আল্লাহ আমাদেরকে নেক হায়াত দান করুক। আমিন।

No comments

Powered by Blogger.