Sayed Sarker


news

এ্যাপল আইটি ইন্সটিটিউট এর শিক্ষা কার্যক্রম, যোগ্য নাগরিক গড়ার দৃঢ় প্রত্যয়

জনতার আলো, নিজস্ব প্রতিবেদক: এ্যাপল আইটি ইন্সটিটিউট এর শিক্ষা কার্যক্রম, যোগ্য নাগরিক গড়ার দৃঢ় প্রত্যয়,“কারিগরি শিক্ষা নিব, বেকারমুক্ত ডিজিটাল বাংলাদেশ গড়বো”! এই স্লোগানে আধুনিক শিক্ষার প্রসারে এ্যাপল্ আইটি ইন্সটিটিউট ২৮ ফেব্রুয়ারী শুক্রবার শিক্ষা বিষয়ক কার্যক্রম করেছে।

এই কার্যক্রমের মধ্যে ছিল আবৃত্তি, নাটক, সাংস্কৃতিক অনুষ্ঠান। এস.এস.সি ২০২০ পরিক্ষার্থী নিয়ে কম্পিউটার ও ইংরেজী ২০১তম ব্যাচের শুভ উদ্বোধন হয়।
বাংলাদেশ কারিগরি শিক্ষায় বোর্ডের অধীনে অ+ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও সনদ বিতরণ, কুইজ প্রতিযোগিতা কার্যক্রমের মুল্যায়ন, মতবিনিময় ও আলোচনা সভা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কারিগরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো: সোলাইমান।
এ্যাপল্ আইটি ইন্সটিটিউটের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এইচ. এম. এমরানুর রেজার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান, আলহাজ অ্যাড. মোহাম্মদ লোকমান হোসেন, আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো: সোপানুল ইসলাম।
জেলা নাগরিক ফোরামের সভাপতি সাংবাদিক পিযূষ কান্তি আচার্য। ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আল আমিন শাহীন। র.আ.ম ওবাইদুল মুক্তাদি মহিলা কলেজের অধ্যক্ষ পার্থ তলাপাত্র, পথিক টিভির সিইও লিটন হোসাইন জিহাদ. মাছরাঙ্গা টিভির প্রতিনিধি আশেক মান্নান হিমেল।


পরিচালনায় ছিলেন এ্যাপল্ আইটির পরিচালক সাঈদ সরকার, উপস্থাপনায় ছিলেন অফিস ইনচার্জ সাফা চৌধুরী ও সাদিয়া ইসলাম মউ।

No comments

Powered by Blogger.