Sayed Sarker


ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত



ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
প্রতীকী ছবি
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি এক যুবক নিহত হয়েছেন। গতকাল বুধবার রাতে উপজেলার চোষপাড়া সীমান্ত এলাকায় ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম জয়নাল আবেদিন (৩৫) তাঁর বাড়ি রানীশংকৈল উপজেলার জওগাঁও গ্রামে। তাঁর নিহত হওয়ার খবরটি আজ বৃহস্পতিবার সকালে এলাকায় জানাজানি হয়।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, জয়নাল আবেদিন ১০ থেকে ১২ বছর আগে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরের ইসলামপুর পাঞ্জিপাড়া গ্রামে বিয়ে করেন। তিনি বালিয়াডাঙ্গী উপজেলার চোষপাড়া সীমান্ত দিয়ে মাঝেমধ্যেই ভারতের শ্বশুরবাড়িতে যাতায়াত করতেন। গতকাল দিবাগত রাত পৌনে ১১টার দিকে ওই সীমান্তের ৩৭৯ নম্বর পিলারের কাছাকাছি এলাকা দিয়ে শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন। সময় ওই সীমান্তে টহলে থাকা বিএসএফের সদস্যরা তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন। ঘটনার পর বিএসএফ সদস্যরা জয়নালের লাশ ভারতের ভেতরে নিয়ে যান।
স্থানীয় বড় পলাশবাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আব্দুর রহিম বলেন, ভারতের পাঞ্জিপাড়া গ্রামে জয়নালের শ্বশুরবাড়ি। তিনি মাঝেমধ্যেই সেখানে যাতায়াত করতেন বলে তাঁরা জানতেন। কিন্তু তিনি চোরাচালানের সঙ্গে জড়িত ছিলেন বলেও এলাকায় প্রচার রয়েছে। আজ বৃহস্পতিবার সকালে স্থানীয় লোকজন সীমান্ত এলাকায় গম কাটতে যান। সময় তাঁরা বিএসএফের গুলিতে জয়নালের নিহত হওয়ার ঘটনাটি জানতে পারেন। পরে ওই ব্যক্তিরা তাঁকে বিষয়টি জানিয়েছেন।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ঠাকুরগাঁও ৫০ ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল শহীদুল ইসলাম বলেন, তাঁরাও এমন একটি ঘটনার কথা শুনেছেন। তাঁরা জানতে পেরেছেন, চোষপাড়া সীমান্তের ৩৭৯ নম্বর পিলারের কাছে ভারতের ২০০ গজ ভেতরে যান ওই যুবক। সময় বিএসএফের গুলিতে নিহত হয়েছেন। ঘটনাটি সম্পর্কে নিশ্চিত হতে তাঁরা খোঁজখবর নেওয়া শুরু করেছেন।


No comments

Powered by Blogger.